ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এ দফায় ভোট হচ্ছে ৬ জেলার ৪৫টি আসনে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৩২১ জন প্রার্থী।
চতুর্থ দফার নির্বাচনে ব্যাপক সহিংসতার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা হিসেবে ১ হাজার ৭১ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ নিয়োগ করা হয়েছে। এর মধ্যে, ভোটের কাজে ব্যবহার হবে ৮৫৩ কোম্পানি। বাকিদের রাখা হয়েছে প্রয়োজনে ব্যবহারের জন্য।
এর আগে, চার দফায় রাজ্যের একশ ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ দফায় ভোটগ্রহণ শেষে আগামী দোসরা মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।