যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার দায়ে বহিষ্কৃত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন দোষী সাব্যস্ত হয়েছেন। একদিনেরও কম সময় নিয়ে ১২ সদস্যের জুরি প্যানেল গতকাল মামলাটির রায় ঘোষণা করেন।
এর আগে, সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে জুরি প্যানেল রায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় একটি হোটেলে অবস্থান করে। সেকেন্ড ডিগ্রি অনিচ্ছাকৃত খুন, থার্ড ডিগ্রি খুন এবং নরহত্যা এই তিনটি অভিযোগে শভিন দোষী সাব্যস্ত হয়েছেন। এর ফলে তার ৪০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যদিও রায়ের বিরুদ্ধে শভিন আাপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।
রায় ঘোষণার পর আদালতের বাইরে কয়েকশ মানুষ বিজয়োল্লাসে মেতে উঠেন এবং প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফ্লয়েডের পরিবারকে ফোন করেন।