যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে আগামী ৪ জুলাইয়ের মধ্যে করোনা টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল, বাইডেন এ পরিকল্পনার কথা জানান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী দেশটির স্বাধীনতা দিবস ৪ জুলাইয়ের আগেই ১৬ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। এসময়, যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৬ বছর বয়সীদেরও দ্রুত টিকা দেয়া শুরু হবে বলে জানান তিনি। দেশটিতে গড়ে প্রতিদিন ১০ লাখের কাছাকাছি মানুষকে টিকা দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ১০ কোটি ৫০ লাখের মতো মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে।