গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩২ জন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা শহরের গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কেন্দ্রের সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার (১৯ জুলাই) ভোরের পর থেকে নাসের মেডিকেল কমপ্লেক্সে ৩২টি মরদেহ পৌঁছেছে। তারা আরও জানায়, খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে একের পর এক “নরহত্যা” চলছে। এছাড়া অপুষ্টি ও অনাহারের কারণে মৃত্যুহারও বাড়ছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক মহল যদি এসব হত্যাকাণ্ডের পরও যদি নীরবতা না ভাঙে তাহলে উপত্যকায় নজিরবিহীন স্বাস্থ্য ও মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।