যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
আগামী ১৩ জুন এই সাক্ষাতে মিলিত হবেন তারা। জি-৭ সম্মেলন শেষে উইন্ডসর প্রাসাদে দেখা করবেন তারা। বাকিংহাম প্রাসাদসূত্রে এ খবর জানা যায়।
চলতি বছর ১১-১৩ জুনে জি-৭ সম্মেলন আয়োজন করছে যুক্তরাজ্য। সে উপলক্ষেই দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এটিই হবে বাইডেনের প্রথম বিদেশ সফর। আর যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে চলা ১৩তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। তবে অনুষ্ঠেয় এই বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি বাকিংহাম প্যালেস।