আফগানিস্তানে আবারো বোমা হামলায় কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদগিসে শনিবার এ হামলার ঘটনা ঘটে আজ এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি ল্যান্ড মাইন বিস্ফোরিত হলে মাইক্রোবাসে থাকা যাত্রীরা নিহত হয়। এই হামলা ও নিহতের ঘটনার পেছনে সশস্ত্র তালেবান গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। তবে, এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে, গত বৃহস্পতিবারও রাজধানী কাবুলে বোমা হামলায় চার জন নিহত হন। আহত হন আরও চার জন।