কোভ্যাক্স কর্মসূচির আওতায় করোনার ভ্যাকসিন পাওয়া দরিদ্র দেশসমূহে টিকাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট টিকা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার, সুইজারল্যান্ডের জেনেভায় হু’র এক ব্রিফিংয়ে সংস্থাটির উপদেষ্টা ড. ব্রুস এলওয়ার্ড জানান, কোভ্যাক্সিন কর্মসূচীর মাধ্যমে ১৩১টি দেশকে মাত্র নয় কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। বিশ্বজুড়ে অব্যাহত সংক্রমণের মধ্যে যা খুবই অপ্রতুল।
এসময় ব্রুস আরো জানান, আফ্রিকার কিছু দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হলেও অঞ্চলটিতে টিকার ঘাটতি রয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ধনী দেশগুলোকে টিকা মজুত না করতে আহ্বান জানিয়েছেন।