আফগানিস্তান থেকে ৯০ শতাংশেরও বেশি মার্কিন সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার একথা জানানো হয়।
পেন্টাগনের কেন্দ্রীয় কমান্ড জানায়, সেপ্টেম্বরের মধ্যে সকল মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি চলমান রয়েছে। এরমধ্যেই দেশটিতে থাকা ৭টি মার্কিন সামরিক ঘাঁটি আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, প্রায় এক হাজার সি-১৭ মডেলের যুদ্ধবিমানে ধারণ ক্ষমতার সমপরিমাণ সরঞ্জামও দেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। এলাকাটিতে প্রায় ২০ বছর ধরে অবস্থান করছিল মার্কিন সামরিক বাহিনী। যেটাকে আফগান যুদ্ধের প্রধান কেন্দ্র বলা হতো।