জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। আজ সকালেই ঢাকায় পা রাখে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেশে পৌঁছানোর পরেই হোটেলবন্দী হতে হয়েছে টাইগারদের।
একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সফরে কেবল একটি ম্যাচ হেরেছে টাইগাররা, টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। বাকি সবক’টি ম্যাচ জয় করে তিন সংস্করণেরই ট্রফি নিয়ে দেশে ফিরেছে টাইগাররা।
আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে আজ বিকেলে অস্ট্রেলিয়া দল ঢাকায় এসে একই হোটেলে উঠবে।