লা লিগায় চ্যাম্পিয়ন হতে রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। হাতে ছিল পাঁচটি ম্যাচ। তবে তাদের আর পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়নি। শনিবার এস্পানিওলের বিপক্ষে প্রথম সুযোগেই ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে শিরোপা পুনরুদ্ধার করেছে কার্লোস আনচেলত্তির দল।
এ নিয়ে রিয়ালের শিরোপা সংখ্যা দাঁড়ালো ৩৫-এ। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৬ ড্রয়ে ৮১ পয়েন্ট পেয়ে সবাইকে ছাড়িয়ে গেছে স্পেনের অন্যতম সেরা এই দলটি।
সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এরপরই আছে সেভিয়া। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।
ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল এসেছে রদ্রিগোর কাছ থেকে। অন্য দুটি করেছেন আসেনসিও ও দারুণ ফর্মে থাকা করিম বেনজেমা। ম্যাচের ৩৩ মিনিটেই প্রথম গোল পায় রিয়াল। মার্সেলোর পাসে বল নিয়ে জাল খুঁজে নিতে ভুল করেননি রদ্রিগো। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই তারকাই।
৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ে। কামাভিঙ্গার অ্যাসিস্টে আসেনসিওর শট জাল খুঁজে নেয়। এদিকে বদলি হিসেবে নেমে করিম বেনজেমাও করেছেন নামের প্রতি সুবিচার। মাঠে প্রতি-আক্রমণ থেকে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে গোলকিপারকে পরাস্ত করেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। লিগে এটি তার ২৬তম গোল। আগামী ৫ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, এই শিরোপা রিয়ালের জন্য বাড়তি টনিক হয়েই কাজ করবে।