দেশে জরুরি অবস্থা চললেও শ্রীলঙ্কান ক্রিকেটে কোনো প্রভাব পড়ছে না। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৮ মে) সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা। তবে সাড়ে ১১টায় আসার কথা থাকলেও সাড়ে ১২টায় পৌঁছায় দলটি।
আজ টিম হোটেলে তাদের করোনা টেস্ট হবে। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলেই ৯ ও ১০ মে অনুশীলনে নামবে লঙ্কানরা।
শ্রীলঙ্কা ও স্বাগতিক বিসিবি একাদশ আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ ১৫ মে শুরু হবে চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে মাঠে গড়াবে ঢাকায়।
শ্রীলঙ্কান স্কোয়াড: দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।