আজ শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচেই অঘটনের জন্ম দিলো পুঁচকে নামিবিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে ইয়ান ফ্রাইলিঙ্কের অলরাউন্ড নৈপুন্যে নামিবিয়া ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়ার সেরা দল শ্রীলংকাকে। টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ বড় ব্যবধানে জয় নামিবিয়ার।
টস হেরে প্রথমে ব্যাট করে ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়া। ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৬৯ রানের বিধ্বংসী জুটি গড়েন ফ্রাইলিঙ্ক ও স্মিথ।
জবাবে নামিবিয়ার বোলারদের আটঁসাটঁ বোলিংয়ে ১৯ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৮ রানে অলআউট হয় ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা।