র্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার চেয়ে দশ ধাপ পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে একচুলও ছাড় দিল না মরক্কো। জ্লাতকো দালিকের শিষ্যরা বলের দখল ধরে রাখলেও বল পাওয়া মাত্র আক্রমণ শানিয়েছে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। তবে ফিনিশিং ব্যর্থতায় সাফল্য পেল না কোন দলই। আরও একটি গোলশূণ্য ম্যাচের স্বাক্ষী হলো ২০২২ বিশ্বকাপ।
ম্যাচের ৬৫ শতাংশ বলের দখল ছিল ক্রোয়েশিয়ার কাছে। কিন্তু তারা গোলপোস্টে খুব বেশি শট নিতে পারেনি। মাত্র ৪টি শট নেয় তারা। তার মধ্যে দুটি ছিল অন টার্গেটে। অন্যদিকে মরোক্কোর কাছে বলের দখল কম থাকলেও তাদের আক্রমণ সংখ্যায় বেশি। তারা গোলপোস্টের দিকে শট নিয়েছিল ৮টি। তার মধ্যে দুটি ছিল অন টার্গেটে।
ক্রোয়েশিয়া ৫টি কর্নার পেয়েও সেগুলো থেকে কার্যকর কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে মরোক্কো কোনো কর্নারই পায়নি। ফলে গোলশূন্য ড্র হয় ম্যাচটি।