কাতার বিশ্বকাপে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। ম্যাচের অতিরিক্ত সময়ে ২ গোল করে জয় পায় ইরান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে বিদ্ধস্ত হয়েছিল দলটি। কিন্তু আজকের ম্যাচে তার কোন প্রভাবই দেখা যায়নি।
ম্যাচের নব্বই মিনিটের বেশি সময় ধরে একের পর এক গোলের চেষ্টা করে দুই দল। কিন্তু পোস্টে লেগে নয়তো অফসাইড হয়ে ব্যর্থ হয় সেই চেষ্টা। ম্যাচের ৯৭ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ০–০।
তবে এরপরেই চমক দেখায় দলটি। ইরানকে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেন চেশমি। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে তিন মিনিট পর দ্বিতীয় গোলটি করেন রামিন। ফলে ম্যাচ হেরেই ফিরতে হয়েছে গ্যারেথ বেলের দলকে। অন্যদিকে বিশ্বকাপে ইউরোপীয়দের বিপক্ষে প্রথম জয় পেল ইরান।