সাকিব আল হাসানের ঘূর্ণি আর ইবাদত হোসেনের গতিতে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান।সাকিব ৫ ও ইবাদত ৪ উইকেট নেন। সাকিবের এটি চতুর্থ ফাইফার।
৩৬ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি। ভারতের বিপক্ষে কোনো বাঁহাতি স্পিনার ভারতের বিপক্ষে এত কম রানের এত উইকেট নিতে পারেননি। ইবাদত তার ক্যারিয়ার সেরা বোলিং করেন।
৪ উইকেটে ৪৭ রান দেন তিনি। এর আগে সর্বোচ্চ ২ উইকেট ছিল।ভারতের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। রোহিত শর্মা ২৭ ও শ্রেয়স আইয়ার করেন ২৪ রান। এ ছাড়া আর কেউ ২০ রানের ঘর পার হতে পারেননি।