রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, অপর ম্যাচে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হওয়ার আগে ক্রোয়েশিয়ার তারকা ব্রুনো পেটকোভিচ জানালেন তাঁর দল শুধু মেসি নয় গোটা আর্জেন্টিনা দলকে সামলানোর চেষ্টা করবে।
ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচ জানিয়েছেন, শুধু লিওনেল মেসিকে আটকানোটাই তাঁর দলের লক্ষ্য নয়। তাঁরা পুরো আর্জেন্টিনা দলটাকেই আটকে দেওয়ার পরিকল্পনা করছেন। শুধু মেসিকে ম্যা মার্কিং করাটাই তাঁদের লক্ষ্য না কারণ মেসি আটকে গেলেও দলের অন্য ফুটবলাররা বিপদ তৈরি করে দিতে পারে তা ভাল মতোই বুঝতে পেরেছে লুকা মদ্রিচের দল।
পেটকোভিচ বলেছেন, “লিওনেল মেসিকে আটকানোর কোনও নির্দিষ্ট প্ল্যান আমাদের এখনও নেই এবং সাধারাণত আমরা একটা প্লেয়ারকে আটকানোর কথা ভাবি না, আমরা ভাবি পুরো দলকে আটকে দেওয়ার কথা। আমরা দলগত ভাবে ওদের আটকানোর চেষ্টা করব, শুধু ম্যান মার্কিং করে নয়। আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর নয়, এই দলে একাধিক মহান ফুটবলার রয়েছেন। আমাদের পুরো আর্জেন্টিনা দলটাকেই আটকে দিতে হবে।’