কোটি কোটি ফুটবল ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত এ মহাতারকা ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।
গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ফুটবল রাজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেসি-রোনালদো-নেইমার।