সালটা ২০১৭। ইসরায়েলের সবচেয়ে ধনবান ব্যক্তির কাছে নিজের পাঁচ ব্যালন ডি’অর ট্রফির একটি বিক্রি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩ সালে জেতা ব্যালন ডি’অর ট্রফির রেপ্লিকাটি রোনালদো বিক্রি করেছিলেন, দুস্থ শিশুদের চিকিৎসার জন্য।
ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর জেতা এই পর্তুগিজ তারকা একটা সময় লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি’অরের লড়াইয়ে সমানে সমান টক্কর দিতেন। মেসি অবশ্য নিজের ব্যালন ডি’অরের সংখ্যা সাতে তুলে সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছেন।
সাধারণত, যে খেলোয়াড়েরা ব্যালন ডি’অর জেতেন, আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল সাময়িকী তাদের সেই ট্রফির একটি রেপ্লিকা দিয়ে থাকে। সেই রেপ্লিকা খেলোয়াড়ের ক্লাবে সংরক্ষিত থাকে অথবা জয়ী খেলোয়াড় সেটি নিজের সংগ্রহে রেখে দেন। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জেতার পর সেই ট্রফির রেপ্লিকা নিলামে ছয় লাখ মার্কিন ডলারে বিক্রি করে তা দুস্থ শিশুদের কল্যাণে ব্যয় করেছিলেন।
ব্যালন ডি’অরের ট্রফির রেপ্লিকা নিলামে ওঠাটা অবশ্য নতুন কিছু নয়। এর আগে আলফ্রেডো ডি স্টেফানোর ১৯৫৭ ও ১৯৫৯ সালে জেতা দুটি ব্যালন ডি’অর ট্রফিও নিলামে উঠেছিল। প্রথমটি বিক্রি হয়েছিল ৬০ হাজার ৮০০ মার্কিন ডলারে। আর দ্বিতীয়টির দাম উঠেছিল ৫৪ হাজার ৪০০ ডলার।