দুই সপ্তাহ আগে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদিতে পৌঁছে অবশ্য এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে নামেননি সিআরসেভেন। তবে রাজার অভিষেক হতে যাচ্ছে রাজার মতোই। ঐতিহাসিক ম্যাচ দিয়েই নিজের সৌদি যাত্রা শুরু করবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
আগামী ১৯ জানুয়ারি সৌদিতে অভিষেক হবে রোনালদোর। আল নাসর ও আল হিলালের সমন্বিত অল স্টার একাদশের হয়ে মাঠে নামবেন তিনি। খেলবেন বহুদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ক্লাব পিএসজির বিপক্ষে। মেসির সঙ্গে পিএসজি দলে থাকবেন সময়ের অন্যতম সেরা আরও দুই তারকা- কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
স্বাভাবিকভাবেই ম্যাচটি দেখতে উত্তেজনার কমতি নেই দর্শকদের। তাই গ্যালারির ধারণক্ষমতা ৬৮ হাজার থাকলেও, ম্যাচটির টিকেটের জন্য অনলাইনে অনুরোধ এসেছে ২০ লাখ! যা রীতিমত অবিশ্বাস্য!
প্রদর্শনীমূলক ম্যাচটিতে থাকছে বিশেষ টিকেটের ব্যবস্থা। এই টিকেটের ক্রেতা উপস্থিত থাকতে পারবেন পুরস্কার বিতরণী মঞ্চে ও ড্রেসিংরুমে। এছাড়া তিনি কথা বলতে পারবেন মেসি-রোনালদোদের সঙ্গেও। জানা গেছে, বিশেষ টিকেটের জন্য ইতোমধ্যেই নিলামে এক সৌদি ব্যবসায়ী ১ কোটি রিয়ালের প্রস্তাব জানিয়েছেন। নিলাম শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।
ক্লাব ও দেশের হয়ে এই দুই মহা তারকার এর আগে দেখা হয়েছে ৩৬ বার। এর মধ্যে মেসি জিতেছেন ১৬ বার। অন্যদিকে রোনালদো জিতেছেন ১১টি ম্যাচ। গোলের সংখ্যায়ও মেসি একটু এগিয়ে। ৩৬ ম্যাচে মেসি করেছেন ২২ গোল, অন্যদিকে রোনালদো করেছেন ২১টি গোল। তবে আসন্ন ম্যাচটি প্রদর্শনীমূলক হওয়ায়, এই ম্যাচের কোনো গোল গণনায় ধরা হবে না।