চলতি বছরের জুনেই মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে পিএসজির। ফরাসি ক্লাবটি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের চুক্তি নবায়ন করতে চায়, এমনটা শোনা যাচ্ছে বিশ্বকাপের পর থেকেই। বেশ কয়েকবার মেসির সঙ্গে পিএসজির এ নিয়ে আলোচনা হলেও অগ্রগতি শূন্যই বলা যায়। এর মধ্যেই খবর বেরিয়েছে পিএসজির সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা নাকি পছন্দ নয় মেসির। সবকিছু মিলিয়েই তাই পিএসজি ছাড়তে চান এ আর্জেন্টাইন তারকা।
তবে পিএসজি ছাড়লে মেসির গন্তব্য কোথায়? তিনি কি ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করে সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিবেন? নাকি পুরোনো ক্লাব বার্সেলোনাতেই ফিরে যাবেন? এদিকে সম্প্রতি ব্রিটিশ একটি গণমাধ্যম জানিয়েছে, পিএসজি ছাড়লে মেসির সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ডেভিড বেকহামের মালিকানাধীন মায়ামি নাকি মেসিকে তার আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে।
এ নিয়ে গুঞ্জন আরও বেড়েছে কিছুদিন আগে দেওয়া মেসির একটা সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে মেসি আভাস দিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করছেন।
সেই সাক্ষাৎকারের পর দুয়ে দুয়ে চার মিলাতে অসুবিধা হয়নি মেসি ভক্তদের। তাদের ধারনা ইন্টার মায়ামিই এখন মেসির সম্ভাব্য গন্তব্য। তবে সবকিছু নির্ভর করছে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি শেষ পর্যন্ত কী করতে পারে, তার ওপর।