একটি ফুটবল ম্যাচের টিকিটের মূল্য কত হতে পারে? দুইশো বা তিনশো ডলার! বড় তারকা সমৃদ্ধ দল হলে সেই টিকিটের দাম বড়জোড় হাজার ডলার হবে! কিন্তু কখনও কি শুনেছেন, একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম ১ লাখ ডলার! অবিশ্বাস্য শোনালেও ঠিক এমনটাই ঘটেছে। কিন্তু কে সেই তারকা? যার খেলা দেখতে অবিশ্বাস্য মূল্যে টিকেট কেটেছেন মানুষ!
দূর আকাশের তারাদের খুব কাছে থেকে দেখতে মানুষের কতই না ইচ্ছে। ছোঁয়া যাবে না জেনেও, শুধু এক নজর দেখতে মানুষ আয়োজন করে বসে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যেন তেমনি দূর আকাশের তারা। তাকে ছোঁয়া না গেলেও, মাঠে বসে তার ফুটবলের জাদু দেখতে অনেক কিছুই ত্যাগ করতে পারেন ফুটবলপ্রেমীরা।
এই ক্ষুদে জাদুকর আমেরিকান মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সবকিছুতেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ফলে সবকিছুতেই মূল্য বাড়াচ্ছে তারা। তবে এবার যেন ক্লাবটি সীমা ছাড়িয়ে গেলো। আর্জেন্টাইন এই তারকার ক্লাবের হয়ে অভিষেক ম্যাচের টিকিটের মূল্য রিতিমতো আকাশ ছুঁয়েছে!
গত রোববার মেসিকে উপস্থাপন করা হয় মায়ামির স্টেডিয়াম ডিআরবি পিএনকেতে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে বরণ করে নেয় ক্লাবটি। আগামী শুক্রবার ক্লাবের হয়ে প্রথম মাঠে নামতে পারেন তিনি। অভিষেক ম্যাচে লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুল হতে পারে তার প্রতিপক্ষ।
তবে প্রতিপক্ষ যেমনই হোক না কেন, এই ম্যাচের টিকিটের মূল্যই নজর কেড়েছে সবার। একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচটির সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজার ডলারে! অবিশ্বস্য এই মূল্য এখন পর্যন্ত এমএলএস-এর কোনো ক্লাবের ম্যাচ টিকেটের সর্বোচ্চ মূল্য। অবশ্য কম দামেও পাওয়া যাবে ম্যাচটির টিকিট। টিকেটের গড় মূল্য ধরা হয়েছে ৪৮৭ ডলার।
টিকিটের এই অবিশ্বাস্য দাম শুনে অনেকেই বলছেন এটা শুধুই পাগলামো। তবে যেখানে বিশ্বকাপজয়ী এই ক্ষুদে জাদুকর আছেন, সেখানেতো একটু পাগলামো হতেই পারে!