যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসির আত্মপ্রকাশ হয়ে গিয়েছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। আগামী শুক্রবারই অভিষেক ম্যাচ খেলার কথা ছিল মেসির। কিন্তু সেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এবার এ আর্জেন্টাইন তারকার জন্য বদলে ফেলা হতে পারে মাঠের ঘাসও!
আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম মাঠে নামার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু মিয়ামির অন্যতম মালিক ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম মনে করছেন, মেসির অভিষেক বিলম্বিত হতে পারে। তিনি জানান, আর্জেন্টাইন অধিনায়ক কবে থেকে খেলবেন, সেই সিদ্ধান্ত নেবেন কোচ এবং অবশ্যই মেসি নিজে।
মেসির আমেরিকায় খেলতে আসা সে দেশের ফুটবলেও বড় পরিবর্তন করবে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যেই শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রি বেড়ে গিয়েছে। যদিও সমর্থকরা মাঠে এসে মেসিকে দেখতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইতোমধ্যেই মাঠের কৃত্রিম ঘাস সরিয়ে ফেলার পরিকল্পনা হচ্ছে। কারণ কৃত্রিম ঘসে খেললে চোট পাওয়ার সম্ভাবনা বেশি। মূলত আর্জেন্টাইন তারকাকে ঘিরেই এমন পরিকল্পনা করেছেন ক্লাব কর্মকর্তারা।
গত রোববার মায়ামির ডিআরবি পিএনকেতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেসিকে বরণ করে নেয় ক্লাবটি। এরপর ক্লাব সতীর্থদের সাথে অনুশীলনও করেছেন এই মহাতারকা। ভক্তরা এখন মাঠে তার ফুটবল শিল্প দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।