শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই মুশফিকুর রহিম ঢাকায় ফিরবেন এটা আগেই জানা ছিল। টাইগার এই ব্যাটার নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। তবে, এর বাইরেও আছে চমক। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিব ঠিক কেন দেশে আসছেন তা এখন পর্যন্ত অজানা।
এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।