1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
চোট নিয়েই ভালো করার আশা তাসকিনের - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

চোট নিয়েই ভালো করার আশা তাসকিনের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে চোটের কবলে পড়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। অবশ্য কাঁধের চোটে তিনি চলমান টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভুগছেন। নতুন করে সে ব্যথা জেগে ওঠায় সবশেষ দুই ম্যাচে তাসকিন টাইগার একাদশে ছিলেন না। তবে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার কথা জানিয়েছেন এই স্পিড স্টার।

আজ (শুক্রবার) কলকাতায় নেদারল্যান্ডস ম্যাচের আগে চোট নিয়ে তাসকিন বলেন, ‘প্রায় দুই বছর আগে কাঁধের চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা সিরিজে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপেও এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গেছে। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’

‘আমাকে যখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল, ডাক্তার বলেছিল, ঠিক হবে কিনা, এর কোনো গ্যারান্টি নেই। সময়ও লাগবে বছরখানেক। সে পুনর্বাসনের আরেকটা বিকল্প দিয়েছিল। পরে দেড় মাসের পুনর্বাসন শেষে আল্লাহর রহমতে এখন পর্যন্ত খেললাম। এখন ব্যথাটা একটু বেড়ে গেছে’, আরও যোগ করেন তাসকিন।

বিশ্বকাপ শেষে পুনরায় কাঁধের ডাক্তার দেখাবেন তাসকিন, আপাতত ম্যানেজ করে খেলার চিন্তা এই তারকা পেসারের, ‘বিশ্বকাপের পর কাঁধবিশেষজ্ঞ দেখিয়ে আবার পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরিকল্পনা হয়তো বোর্ড করবে। অস্ত্রোপচার শেষ অপশন। আমিও চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। ব্যথাটা বেড়ে গেলে শতভাগ দিতে কষ্ট হয়। তবে ফাস্ট বোলারদের সবারই ছোটখাটো চোট থাকে। দোয়া করবেন যেন কাঁধ পুরোপুরি ঠিক হয়ে যায়।’

বিশ্বকাপে তাসকিন এখনও নিজের সেরাটা দিতে পারেননি। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম তিন ম্যাচ মিলে ওভারপ্রতি ৬.৩০ রান খরচ করে মাত্র ২ উইকেট নেন তিনি। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে খেলা হয়নি। আগামীকাল দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.