চোট যে নেইমারের নিত্যসঙ্গী, তা তো সবার জানা। সেই চোট নিয়েই গত বছরের আগস্টে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। এরপর আবার দুঃসংবাদ। অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। তাতে নেইমারের মৌসুম শেষ হয়ে যাওয়ায় তাকে বাদ দিয়েই সম্প্রতি স্কোয়াড ঘোষণা করে আল হিলাল। এতেই গুজব রটে নেইমারের সঙ্গে নাকি চুক্তি বাতিল করেছে আল হিলাল।
তবে, পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করে অবশেষে নিজ ক্লাব আল হিলালে ফিরেছেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড। নেইমারের সৌদিতে ফেরার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে আল হিলাল। ব্রাজিলিয়ান জাদুকর নেইমার জুনিয়রকে সাদর সম্ভাষণ জানিয়েছে ক্লাবটি।
আল হিলালের প্রকাশিত একটি ভিডিও ও ছবিতে দেখা যায়, ব্যক্তিগত বিমানে সৌদির রাজধানী রিয়াদে পৌঁছান নেইমার। ব্যাগি হুডি পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামেন বিমান থেকে। নেইমার বিমানবন্দর থেকে সরাসরি যান ক্লাবে। সেখানে ক্লাব কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে, কজন খুদে ভক্তকে অটোগ্রাফ দেন ব্রাজিলের পোস্টার বয়।
গত বছর ৩ অক্টোবর সৌদি ক্লাবটির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন নেইমার। এরপর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে সৌদি আরব ছাড়েন। মধ্যপ্রাচ্যের দেশটিতে তিনি ফিরলেন ৪ মাস পর।