আবারও স্বরূপে ফিরলেন গোল মেশিন খ্যাত নরওয়েজিয়ান তারকা আরলিং হলান্ড। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে লুটন টাউনের মাঠে একাই স্বাগতিকদের বিধ্বস্ত করে দিলেন তিনি। গুনে গুনে তিনি একাই প্রতিপক্ষের জালে দিলেন ৫ গোল! তার এই অতিমানবীয় পারফরম্যান্সে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ম্যানসিটি।
এদিন কেনিলওর্থ রোডে লুটন টাউনকে দাঁড়াতেই দেয়নি ম্যানসিটি। ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে সিটিজেনরা। বিশেষ করে আরলিং হালান্ড। ৩য় মিনিটেই গোলের সূচনা করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হালান্ড ম্যানসিটির হয়ে নিজের ৮ম হ্যাটট্রিক পূরণ করে ফেলেন। দ্বিতীয়ার্ধে গিয়ে করলেন আরও দুটি গোল।
২৩ বছর বয়সী হলান্ডের প্রথম চার গোলেই অবদান ছিল বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনের। তার তৈরি করে দেয়া বলই লুটনের জালে জড়ান হলান্ড।
ম্যাচের ৩য় মিনিটে প্রথম গোল করার পর ১৮তম মিনিটে দ্বিতীয় এবং ৪০ মিনিটে হাটট্রিক পূরণ করেন হলান্ড। লুটনের হয়ে জর্ডান ক্লার্ক ৪৫তম মিনিটে একটি গোল পরিশোধ করেন। ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান ২-৩ করে ফেলেন জর্ডান ক্লার্কই।
এরপর ৫৫ মিনিটে হলান্ড আরও এক গোল করে ব্যবধান বাড়ান। ৫৮তম মিনিটে করলেন পঞ্চম গোল। মাতেও কোভাসিস ৭২তম মিনিটে গিয়ে আরও একটি গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-২। এরমাধ্যমে কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের পর আরলিং হলান্ডই প্রথম ফুটবলার, যিনি এফএ কাপে ৫ গোল করলেন।