মাঠে লড়াই জমজমাট হলেও কাঙ্ক্ষিত ফল নিয়ে ফিরতে পারলো না লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএসে বুধবার রাতে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে শিকাগো ফায়ারের কাছে ৫-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।
এদিন, শুরু থেকেই ম্যাচে উত্তেজনার পারদ চড়া ছিল। বল দখলে এগিয়ে থাকলেও রক্ষণভাগের দুর্বলতায় ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় মায়ামি। নবম মিনিটেই শিকাগোর প্রথম সুযোগটি ফিরিয়ে দেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। তবে, ১১তম মিনিটে কর্নার হেডে গোল করে শিকাগো ফায়ারকে এগিয়ে নেন তাহ ডি’আভিলা। সেই থেকেই শুরু, এরপর যেন ঢেউয়ের পর ঢেউ বইতে থাকে মায়ামির ডিফেন্স লাইনে।
২০তম মিনিটে ফ্রি-কিক পেয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন লিওনেল মেসি। এরপর ৩১তম মিনিটে একক প্রচেষ্টায় শিকাগোর দ্বিতীয় গোল করেন জোনাথান ডিন। যদিও ৩৯তম মিনিটে টমাস অ্যাভিলেস একটি গোল শোধ দেন, তবে বিরতির আগে কুয়ামের গোলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মায়ামি। এসময় মেসি নীরব থাকলেও গর্জে উঠেন সুয়ারেজ। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান উরুগুয়ে তারকা। প্রথম গোলটি আসে রদ্রিগেজ এবং দ্বিতীয়টি আলবার পাস থেকে। এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
তবে শেষ দিকে আবারও মায়ামির রক্ষণে ধস। ৮০ ও ৮৩ মিনিটে শিকাগোর হয়ে জাস্টিন রেনল্ডস ও ব্রায়ান গুতেরেসের গোলে নিশ্চিত হয় ৫-৩ গোলের বড় জয়। এই হারে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইন্টার মায়ামি। আর ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট অর্জন করে শিকাগো উঠে এসেছে টেবিলের ১২তম স্থানে।