লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে ফেদে ভালভের্দের দুর্দান্ত গোলে ১–০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার মতোই ম্যাচের অন্তিম সময়ে গোল করে ‘কামব্যাক’ করল আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শিরোপা দৌড়ে নিজেদের দারুণভাবে টিকিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করা বিলবাও আগের লেগে রিয়ালকে হারিয়েছিল। ফলে ম্যাচটি নিয়ে ছিল বাড়তি উত্তেজনা ও শঙ্কা। বিশেষ করে এমবাপ্পেবিহীন রিয়াল প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে রূপ পাল্টায় রিয়াল। একের পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে বিলবাও রক্ষণকে।
এদিকে, ম্যাচের ৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এর কিছুক্ষণ পর বিলবাও বক্সের ভেতর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন জানায় রিয়াল। তবে তাদের সেই আবেদনও খারিজ হয়ে যায়।
ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা সময়ের তিন মিনিটে নায়ক হয়ে আবির্ভূত হন ফেদে ভালভের্দে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট। শেষ বাঁশি বাজার পর যেন হাঁফ ছেড়ে বাঁচে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বাকি ছয় ম্যাচে শিরোপা ধরে রাখার স্বপ্ন এখনো বেঁচে আছে লস ব্লাঙ্কোদের। আগামী ১১ মে লা লিগায় ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হবে তারা।