বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৭তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
এবারের আসরে চট্টগ্রামের এটি নবম ম্যাচ। আগের ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম। অপরদিকে, ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে কুমিল্লা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), রায়ান বার্ল, চাঁদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, পিনাক ঘোষ, লিয়াম প্লাংকেট, মেহেদি হাসান রানা, জিয়াউর রহমান ও লেন্ডন সিমন্স।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ডেভিড মালান (অধিনায়ক), মুজিব-উর-রহমান, ডেভিড ওয়াইজ, ভ্যান জাইল, সৌম্য সরকার, আল-আমিন হোসেন, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন ও রবিউল ইসলাম রবি।
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি