নারী টি-২০ বিশ্বকাপে গতকাল টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। ভারতের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের ব্যবধানে হারে সালমা খাতুনের দল। এমন হারের পর বড় দলগুলোর বিপক্ষে বেশি সিরিজ খেলার ওপড় গুরুত্বারোপ করেন দলের তারকা ব্যাটসম্যান ফারজানা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে আমরা দুই-চারটা সিরিজ খেলতে পারি তাহলে আমাদের খেলার মান উন্নতি হবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক বেশি কঠিন ছিলো বলে জানান ফারজানা, ‘এ ম্যাচটিতে আমরা নার্ভাস ছিলাম না। ম্যাচটি কঠিন ছিল। আমি মনে করি এই ধরনের ম্যাচের আগে বড় বড় দলের বিপক্ষে যদি আমরা খেলতে পারি তবে ভালো হবে। তবে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন হবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মোকাবেলাটা সুখবর হলো না বাংলাদেশের। ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার সাথে এই প্রথম খেললাম। তাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তার উপর উইকেট অনেক বেশি ভালো ছিল। অস্ট্রেলিয়া ১৯০ রান করেছে। এটি বড় টার্গেট। কিছু দুর্বলতার জন্য আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’
আগামী ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। (বাসস)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি