সিনসিনাটি মাস্টার্সে জয়ে ফিরলেন রজার ফেদেরার। ২০১৫ সালের পর আমেরিকার এই আসরে প্রথম খেলতে নেমেছিলেন সুইস তারকা। ইনজুরির জন্য খেলতে পারেননি গত দুই বছর। ফিরেই দ্বিতীয় রাউন্ডে খেলা নিজের প্রথম ম্যাচে তিনি সরাসরি সেটে হারিয়েছেন জার্মানির পিটার গোওজকিকে। অষ্টম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ফেদেরার মাত্র ৭২ মিনিটে সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা।
সেরেনা উইলিয়ামস অবশ্য পেয়েছেন হারের তেতো স্বাদ। ইউএস ওপেন শুরুর আগে বেশ খারাপ সময়ই যাচ্ছে মার্কিন এই তারকার। দুই সপ্তাহ আগে সান হোসেতে ক্যারিয়ারের সবচেয়ে বাজে হারের লজ্জায় ডুবেছিলেন তিনি।
আর সিনসিনাটি ওপেনে তিনি বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ড থেকে। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার পাওয়ার সার্ভের বিপক্ষে পেরে ওঠেননি সেরেনা। দ্বিতীয় সেট জিতে ১-১ এ সমতা ফেরালেও শেষরক্ষা হয়নি। কেভিতোভা ম্যাচটি জিতে নেন ৬-৩, ২-৬, ৬-৩ গেমে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি