সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা (সেজার)।
বুধবার সকাল ৭টার দিকে মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সেজার বর্তমানে ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছে। মাশরাফি এবং সেজার দুজনই চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করেন সংসদ সদস্য মাশরাফি। ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান তিনি। ২০ জুন বিকালে তার (মাশরাফির) করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। মঙ্গলবার তার ছোট ভাই মুরসালিনেরও করোনা পজিটিভ আসে।
দুই সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাদের বাবা গোলাম মুর্তজা স্বপন।
এর আগে মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সূত্র: ইউএনবি