ইংল্যান্ডে আসার আগে তাদের একের পর এক ক্রিকেটারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বিতর্কের মুখে পড়েছিল পাকিস্তান। মহম্মদ হাফিজ-সহ দশজনকে দেশে রেখেই ইংল্যান্ডে আসতে হয়েছে তাদের। ইংল্যান্ডে পা দেওয়ার পরে অবশ্য কিছুটা স্বস্তি মিলেছে আজহার আলি-বাবর আজমদের। দলের সঙ্গে যাঁরা ইংল্যান্ডে এসেছেন, তাঁদের শরীরে কোনও রকম করোনাভাইরাসের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইংল্যান্ডে পা দেওয়ার পরে পাকিস্তানের ২০ জন ক্রিকেটার এবং ১১ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট সবারই ‘নেগেটিভ’ এসেছে। পাশাপাশি ইসিবি-র তরফে আরও জানানো হয়েছে, ইংল্যান্ডের ক্রিকেটার এবং তাদের ম্যানেজমেন্ট গ্রুপের সবার করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের এবং সাপোর্ট স্টাফের এই নিয়ে সব মিলিয়ে তিন বার করোনা পরীক্ষা করা হল।
শুধু বিদেশ থেকেই নয়, দেশ থেকেও কিছুটা স্বস্তির খবর মিলেছে পাকিস্তান ক্রিকেটের জন্য। এ দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশে থেকে যাওয়া দশ জনের মধ্যে ছ’জনের পরপর দু’বার করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে। যার ফলে ওই ছ’জনের ইংল্যান্ড যাওয়ায় আর কোনও সমস্যা নেই। কিন্তু বাকি চার জনের ফল ‘পজ়িটিভ’ আসায়, তাঁদের দেশেই থেকে যেতে হচ্ছে।
অগস্টের শুরু থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রবিবার রাতে ইংল্যান্ডে এসে পৌঁছয় পাকিস্তান ক্রিকেট দল। পাক ক্রিকেটাররা এখন বাধ্যতামূলক ১৪ দিনের নিভৃতবাসে রয়েছেন। তার পরে তাঁরা প্র্যাক্টিস ম্যাচ খেলতে নামবেন। হ্যাম্পশায়ারে সুরক্ষা বলয়ের মধ্যে অনুশীলন করছে ৩০ সদস্যের ইংল্যান্ড দল। ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। সূত্র: আনন্দবাজার