উয়েফার সন্দেহ ৩ অক্টোবর অনুষ্ঠিত চ্যাম্পিয়ন লিগে পিএসজি-রেড স্টার বেলগ্রেড ম্যাচটি পাতানো ছিল। তদন্ত করছেন ফ্রান্সের সরকারি কতৃপক্ষ। এদিকে ক্লাব দুটি ম্যাচ পাতানো বিষয়টি অস্বীকার করেন।
এই ম্যাচে পিএসজির কাছে ৬-১ গোলে হেরেছে রেড স্টার । সেই ম্যাচে ৩ গোল করে হ্যাট্্িরক পুরোণ করেছে নেইমার।ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, সার্বিয়ান ক্লাবের এক কর্মকর্তা নেিজর দলকে ৫ গোলে হারের পক্ষে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড বাজি ধরেছেন।
রেড স্টার সংবাদমাধ্যমে জানান, আমাদের সুনাম নষ্ট করার জন্য এধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।তাই আমরা চাই উয়েফা এই অভিযোগের তদন্ত করুক।
নিউজ ডেস্ক / বিজয় টিভি