বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর টানা চতুর্থ ম্যাচ জিতে পাঁচবারের বিশ্ব সেরা ব্রাজিল। মঙ্গলবার ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে তিতের দল।
প্রথমার্ধ দুই দলের কেউই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ২৮ মিনিটে ব্রাজিলের শর্টটিকে দারুণ চেষ্টায় আর্জেন্টিনাকে উদ্ধার করেন নিকোলাস ওতামেন্দি।
৮ মিনিটে আর্জেন্টিনার প্রথম শট নিয়েছিলেন জিওভানি ল চেলসো। সেটা গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবারও আর্জেন্টাইন রক্ষণভাগে আটকা পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ব্রাজিল আধঘণ্টা না হতেই এগিয়ে যেতে পারতো। কিন্তুনেইমারের ফ্রি কিক আর্জেন্টিনা বিপদমুক্ত করলেও কাসেমিরো আবার বক্সের মধ্যে বল পাঠান। ব্যাকপোস্টের কাছ থেকে মিরান্দা শট রুখে দেন ওতামেন্দি।
পাউলো দিবালার ফ্রি কিক গোলপোস্টের খানিকটা পাশ দিয়ে চলে যায়। ৪০ মিনিটে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকা নেইমারকে থামান ওতামেন্দি।
দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া ছিল দুই দল।কিন্তু গোল পায়নি কোন দল। ৬৫ মিনিটে গাব্রিয়েল জেসুসের বদলি হয়ে মাঠে নামা রিচার্লিসন ব্যাকপোস্টে বল পেয়েও গোলবারের পাশ দিয়ে শট নেন।
ইনজুরি সময়ের প্রথম মিনিটে রিচার্লিসনকে আবার প্রতিহত করেন ওতামেন্দি।যখন গোল শুন্য আবস্থায় ম্যাচ শেষ হচ্ছিল ঠিক তখনই ব্রাজিল ঘুরে দাঁড়ায় ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে।নেইমারের কর্নার ক্রসে দুর্দান্ত হেড করে একমাত্র লক্ষ্যভেদী গোল করেন মিরান্দা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি