পাঁচদিন বিরতির আবারও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে। গত বৃস্পতিবার একজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটাদের অনুশীলন তিনদিনের জন্য বন্ধ করে দেয়। পরে আরও দুই দিন অনুশীলন বন্ধ রাখা হয়।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। দ্বিতীয় ধাপে শুধুমাত্র সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ক্রিকেটারদের ষষ্ঠ ধাপের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনের শুরুতে অনুশীলন করেন ক্রিকেটাররা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি