ইনজুরির কারনে পাকিস্তানের বিপক্ষে মার্টিন গাপটিলের মাঠে না নামার আশঙ্কাই সত্যি হলো। প্রথম শ্রেণির ম্যাচের প্রস্তুতির সময় পায়ে চোট পান নিউজিল্যান্ডের এই ওপেনার। তাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে সরে দাঁড়াতে হলো তাকে।পায়ের চোটটি তাকে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠালো ।
আগামী ৩১ অক্টোবর থেকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপরা। টপ অর্ডারের এই নির্ভরশীল ব্যাটসম্যান দলে না থাকা নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা।
নির্বাচক গাভিন লারসেন বলেছেন, ‘দুর্ভাগ্যবশত এই চোট থেকে সেরে উঠতে মার্টিনের কিছুটা সময় লাগবে। সামনে লম্বা একটা মৌসুম। তাই আমরা নিশ্চিত করতে চাই সে যেন কম ঝুঁকিতে থাকে।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি