লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার মতো দলের কাছে ভায়েকানো তো উড়ে যাওয়ার কথা। সেটা তো হয়নি বরং নিজেদের মাঠে বার্সেলোনাকেই হারের শঙ্কায় ফেলে দেয় স্বাগতিকেরা। শনিবার রাতের ম্যাচে শেষ পাঁচ মিনিটের রোমাঞ্চে বার্সেলোনা ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের একাদশ মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সেলোনা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুয়ারেজ। জর্ডি আলবার বাড়ানো বল ছয় গজ দূর থেকে শট নিয়ে জালে জড়ান সুয়ারেজ। এরপর প্রথমার্ধের পুরো সময় বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে পারেনি বার্সা। উল্টো গ্রথমার্ধেই গোল হজম করে বসে। ৩৫ মিনিটে ২৫ গজ দূর থেকে পোজোর নেওয়া শটে গোল পায় ভায়েকানো। সমতায় ফেরে স্বাগতিকেরা। ১-১ স্কোরলাইন নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বার্সাকে খাদের কিনারায় ফেলে দেয় তারা। এক পর্যায়ে হারটাই যখন সম্ভাব্য মনে হচ্ছিলো তখন তাদের মাঝে ত্রাতা হয়ে দাঁড়ান দেম্বেলে ও সুয়ারেস। ৮৭ মিনিটে সমতা ফেরান দেম্বেলে। শেষ মিনিটে গোল করে বার্সাকে জয়ের আন্দনে ভাসান সুয়ারেস।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো বার্সেলোনা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি