পেরুর বিপক্ষে ম্যাচটি দারুণভাবে রাঙিয়েছেন নেইমার। হ্যাটট্রিক করে দলকে জয় উপহার দিয়েছেন। সেইসঙ্গে নতুন রেকর্ডে নাম লেখালেন এই ফুটবলার।
পেরুর বিপক্ষে আজ (বুধবার) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচটিতে গোল করে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোকে ছাড়িয়ে গেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক গোলদাতা এখন পিএসজি সুপারস্টার।
ব্রাজিলের জার্সিতে সর্বাধিক গোলদাতা কিংবদন্তি ফুটবলার পেলে। এত দিন তাঁর পরেই স্থান ছিল রোনালদোর। আজ হ্যাটট্রিক করে রোনালদোকে ছাড়িয়ে গেছেন নেইমার।
ব্রাজিলের জার্সিতে ১০৩ ম্যাচ খেলে ৬৪টি গোল করেছেন নেইমার। তৃতীয় স্থানে নেমে যাওয়া রোনালদোর গোলসংখ্যা ৯৮ ম্যাচে ৬২টি। অন্যদিকে সর্বাধিক ৭৭টি গোল করে এ তালিকায় শীর্ষে আছেন কিংবদন্তি ফুটবলার পেলে। মাত্র ২৮ বছর বয়সী নেইমার দারুণ ছন্দে আছেন। অচিরেই হয়তো পেলেকেও ছাড়িয়ে যাবেন এ সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড।