1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ইউরোপা লীগের শেষ বত্রিশে সোসিয়েদাদ, নাপোলি - বিজয় টিভি
ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

ইউরোপা লীগের শেষ বত্রিশে সোসিয়েদাদ, নাপোলি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

ম্যাচের শেষ মিনিটে উইলিয়ান জোসের গোলে নাপোলিতে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল সোসিয়াদাদ। এতেই হুমকিতে পড়ে যায় ইউরোপা লীগে সোসিয়াদাঁদের নকআউট পর্ব। কিন্তু গতকাল অনুষ্ঠিত আরেক ম্যাচে এজেড আলকমার ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক রিজেকার কাছে। ফলে শেষ বত্রিশে জায়গা খুঁজে পায় স্প্যানিশ ক্লাবটি।

এ দিকে গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে ইয়ং বয়জ, মলডে, উলফসবার্গ ও মাক্কাবি তেল আবিব। ফলে তারা যুক্ত হচ্ছে সোমবার নিয়নের ড্রয়ে। যেখানে ড্র অনুষ্ঠিত হবে ইতোমধ্যে কোয়ালিফাই করা ১৮টি ক্লাব। তাদের সঙ্গে যুক্ত হবে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়া আটটি ক্লাব।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এফ গ্রুপের ম্যাচে পিওতর জিলিনস্কির প্রথমার্ধের গোলে এগিয়ে যায় নাপোলি। শোকের ছায়ায় ভর করা স্তাদিও দিয়াগো আরামান্দো ম্যারাডোনায় অনুষ্ঠিত ম্যাচের ইনজুরি টাইমে (৯২মি.) গোলটি পরিশোধ করে দেন উইলিয়ান। একই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার রিজেকা ২-১ গোলে হারায় হল্যান্ডের আলকমারকে। এই ফলাফলে নিশ্চিত হয়েছে আলকমারের বিদায়। এই গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোসিয়াদাঁদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।

খেলা শেষে জিলিনস্কি বলেন,‘ আমি খুবই খুশি। তবে আজকের ম্যাচে কে গোল করল সেটির চেয়ে বেশী গুরুত্বপুর্ন হচ্ছে আমরা কোয়ালিফাই হয়েছি। আর সে জন্যই আমরা খুশি।’

এদিকে শেষ রাউন্ডের গ্রুপ ম্যাচে নাটকীয় এক জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইয়ং বয়জ। ইতালীয় আইকন পাওলো রোজির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসা রাতে অনুষ্ঠিত ম্যাচে ইনজুরি টাইমে ৩ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে বয়জের হয়ে পরপর গোল করেন জেন পিয়েরে নসাম ও জিয়ানলুকা গাউডিনো। ফলে রোমানিয়ার ক্লুজের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে তারা। এখন এ গ্রুপ বিজয়ী রোমার সঙ্গে পরের পর্ব নিশ্চিত করল সুইস ক্লাব ইয়ং বয়জ। ওই রাতে অবশ্য রোমা ১-৩ গোলে হেরে গেছে বুলগেরিয়ার সোফিয়ার কাছে।

এদিকে কে গ্রুপের ম্যাচে হল্যান্ডের ফেইনুর্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউটের টিকিট পেয়েছে অস্ট্রিয়ান ক্লাব উলফসবার্গ। গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগ্রেবের কাছে ৩-১ গোলে হেরে যায় রাশিয়ার সিএসএকএ মস্কো।

এদিকে তুরস্কের সিভাস্পোর বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে আই গ্রুপ থেকে স্পেনের ভিয়ারিয়ালের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে মাক্কাবি তেল-আবিব। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় পুর্ব নির্ধারিত ভিয়ারিয়ালের ম্যাচটি। প্রতিপক্ষ ছিল কারাবাক। (বাসস)

নিউজ ডেস্ক/বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
স্বর্ণের নতুন দাম নির্ধারণ

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.