চাঁপাইনবাবগঞ্জে দ্বারিয়াপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিজন-১০) এর উদ্বোধন করেছেন ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রধান উপদেষ্টা মো. এরফান আলী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এভারগ্রীণ সোসাইটি (ইজিএস)’র ব্যবস্থাপনায় ও দ্বারিয়াপুর পাবলিক লাইব্রেরী এন্ড ইয়ুথ ক্লাবের আয়োজনে উদ্বোধনী খেলায় দ্বারিয়াপুর পাবলিক লাইব্রেরী এন্ড ইয়ুথ ক্লাবের সভাপতি মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোসা. মাসকুরা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বারিয়াপুর প্রিমিয়ার লীগের চেয়ারম্যান মোহা. উমর ফারুক।
উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম জাকারিয়া, ইউসুফ আলী বাবুসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীরা। শেষে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মো. এরফান আলী। প্রিমিয়ার লীগে ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে, দ্বারিয়াপুর হিটারস, দ্বারিয়াপুর নাইট রাইটারস, দ্বারিয়াপুর কিংস কুবরা, নাইনস এলিভেন দ্বারিয়াপুর, দ্বারিয়াপুর সিক্সারস, দূরন্ত দ্বারিয়াপুর, দ্বারিয়াপুর কিংনস অব ক্রিকেট, দ্বারিয়াপুর কিউট একাদশ, দ্বারিয়াপুর রয়েল ফোর্স ও দ্বারিয়াপুর ওয়ারিওরস।
প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দ্বারিয়াপুর নাইট রাইটারস বনাম দ্বারিয়াপুর কিংস কুবরা। দ্বারিয়াপুর নাইট রাইটারস টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেয়ে দ্বারিয়াপুর কিংস কুবরা দল নির্ধারিত ১২ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে দ্বারিয়াপুর নাইট রাইটারস নির্ধারিত ১২ ওভারের ১১ ওভার খেলে জয়ের লক্ষ্যে পৌছে যায়। এতে দ্বারিয়াপুর নাইট রাইটারস ৬ ইউকেটে জয়লাভ করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি