লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে গোল করেছেন ডেম্বেলে, সুয়ারেজ ও মেসি। লেগানেসের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাইথওয়েট।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে পাত্তাই পেল না লেগানেস। রোববার রাতে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকেই খেলা শেষ করেন মেসি-সুয়ারেজরা। ম্যাচের শুরুতেই ডেম্বেলের দুর্দান্ত পাসে ঠিকমতো পা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেত কাতালানরা। সুবিধাজনক জায়গায় কেউ না থাকায় গোলবঞ্চিত হয় বার্সেলোনা। অবশ্য গোলের জন্য খুব বেশি হাহাকার করতে হয়নি । প্রথমার্ধের ৩২তম মিনিটে ডেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ব্রাইথওয়েটের গোলে সমতায় ফেরে অতিথিরা। কিন্তু খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা লেগানেস। ৭১তম মিনিটে সুয়ারেজের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকেরা। ৬৪তম মিনিটে অ্যালেনার বদলি হিসেবে নামা মেসি গোল করেন যোগ হওয়া সময়ে।
চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে নিজের সেরা ছাত্র মেসিকে শুরুর একাদশে রাখেননি ভালভার্দে। তবে মেসির অভাব খুব একটা বুঝতে দেননি ডেম্বেলে-সুয়ারেজরা। ৩-১ গোলের ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
এ জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় ৩ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে লেগানেসের অবস্থান তালিকার ১৪ নম্বরে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি