ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।
ইউরোপা লিগে এসি মিলানের বিপক্ষে ড্র’র আক্ষেপ সঙ্গী করে মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের জয়রথ থামিয়ে দেয়ার আত্মবিশ্বাস ছিল। তবে মাঠের পারফরমেন্সে এদিন নিশ্চয় হতাশাই বেড়েছে কোচ সোলশায়ারের।
বিরতি থেকে ফিরে চাপের মুখে একটা বড় ভুল করে বসেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের হেড ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডসন। লিড পায় ম্যানচেস্টার জায়ান্টরা। বাকি সময় একই রকম আক্রমণ চালিয়েও স্কোর শিটে নাম তুলতে পারেনি কেউ। ন্যুনতম ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
আরেক ম্যাচে নর্থ লন্ডন ডার্বিতে শেষ হাসি হাসলো আর্সেনাল। গানারদের মাঠে ২-১ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেছেন স্পার কোচ হোসে মরিনিয়ো।