নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে অকল্যান্ডের ইডেন পার্কে সফরের শেষ ম্যাচ ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরির কারণে এদিন টাইগারদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত মাঠ পরিদর্শন শেষে ম্যাচ রেফারি ১০ ওভার কেটে ম্যাচ ১০ ওভারে খেলানোর সিদ্ধান্ত নেন।