পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষ হলো বৃষ্টির আক্ষেপ নিয়ে। চা বিরতির পরপর প্রথমে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল খেলা। তারপর আলোকস্বল্পতার বিড়ম্বনা। দুই মিলিয়ে আম্পায়ার যখন আগেভাগেই খেলা শেষ করে দিলেন দিনের খেলা তখনও ২৪ ওভার বাকি! বৃষ্টি আর আলোকস্বল্পতার এই প্রতিবন্ধকতাটুকু বাদ দিলে আজ দ্বিতীয় দিনটি বাংলাদেশের। আজ ১৭৮ রান তুলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ তুলে নিয়েছে পাঁচটি উইকেট।
তাসকিনরা যেভাবে দাপুটে বোলিং করছিলেন তাতে প্রায় একটি সেশন বৃষ্টির পেটে না গেলে লঙ্কানদের আজই হয়তো গুটিয়ে দিত বাংলাদেশ! ৬ উইকেটে ৪৬৯ রানে আজ দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন নিরোশান ডিকওয়েলা (৬৪) ও রমেশ মেন্ডিস (২২)।