শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুলদের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। এর আগে ৭ উইকেটে ৪৯৩ রানের পাহাড়সম সংগ্রহ নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
জবাবে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও হয় উড়ন্ত। ওপেনিংয়ে ৯৮ রানের পার্টনারশিপ আসে তামিম-সাইফের ব্যাটে। আগ্রাসী তামিম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১তম ফিফটি। লাঞ্চবিরতির আগে অপরাজিত ৭০ রানে। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে খেলেছিলেন বেশকিছু দারুণ শট। তবে ব্যক্তিগত ২৫ রানে ধৈর্যচ্যুতি ঘটে সাইফের। পরের ওভারে একই পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই লাঞ্চবিরতির ঠিক আগেই সাজঘরে ফেরেন শান্ত। মেন্ডিসের বলে থিরিমান্নেকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। সাইফ-শান্ত ফিরে গেলেও টানা চতুর্থ ফিফটি করা তামিম অপরাজিত রয়েছেন ৭৪ রানে। তামিমকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।
এর আগে থিরিমান্নের ২৯৮ বলে ১৪০ এবং অধিনায়ক করুণারত্নের ১১৮ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৪৯৩ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ১২৭ রানে নেন ৪টি উইকেট।