শ্রীলঙ্কার স্পিনাররা যেভাবে টার্ন পেয়েছেন উইকেট থেকে, তাতে বাংলাদেশের স্পিনারদের জন্যও অপেক্ষা করছিল দারুণ কিছু। আর সেটি একেবারে শুরু থেকেই পেলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ফলে ব্যাটিং ব্যর্থতায় জমাট বাধা হতাশার মেঘ কেটে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিন শেষ করতে পেরেছে বাংলাদেশ।
ক্যান্ডি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১৭ রান তুলতে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা লিড নিয়েছে ২৫৯ রানের। চতুর্থ দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে (১৩) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (১)।