জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, সাপ্তাহিক বন্ধ, পবিত্র শবে বরাত উপলক্ষে ৩ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আজ রবিবার(২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী,সাপ্তাহিক বন্ধ,পবিত্র শবেবরাত উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য গত ১৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ১৯ মার্চ মার্চ (শনিবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ রবিবার (২০ মার্চ) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান সকাল থেকে সিমেন্ট,রড, প্লাস্টিক পণ্য রপ্তানির মাধ্যমে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে তবে আমদানি পণ্য বিকাল নাগাদ বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে। মাছ রপ্তানি আগামী কাল থেকে শুরু হবে।