নিউজ ডেস্ক / বিজয় টিভি
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের চিকিৎসককে হুমকি দেয়ার মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরী গ্রেফতারের দেড় ঘণ্টা পরেই জামিনে মুক্তি হয়েছেন।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, বেলা আড়াইটার দিকে নগরের কোর্টপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিনে মুক্তি দেন। বৃহস্পতিবার রোগী দেখাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীর সাথে বাকবিতন্ডা হয় চিকিৎসকদের। এক পর্যায়ে ছাত্রলীগ দক্ষিণ সুরমা উপজেলা সহ সভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন। এদিকে, ঘটনার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি