নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুদ এবং সরবরাহ স্বাভাবিক করতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
রোববার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালের এক ভার্চ্যুয়াল মত বিনিময় সভায় এ নির্দেশাবলী জারি করা হয়।
পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদ এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এতে সাম্প্রতিক চিনির দাম বৃদ্ধির পটভূমিতে চিনির মজুদ এবং সরবরাহ নিয়েও আলোচনা হয়।